Tuesday, May 21, 2024
টালিউড

‘বন্দে ভারতের সিট বড্ড শক্ত: জয়জিৎ; তুমুল কটাক্ষ নেটিজেনদের, পাল্টা দিলেন অভিনেতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ছেলেকে নিয়ে মঙ্গলবার শিলিগুড়িতে অরিজিৎ সিংহের কনসার্ট দেখতে যান টলিউড অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বন্দে ভারত এক্সপ্রেস চেপে যান তারা। তবে বন্দে ভারত সম্পর্কে বলেছিলেন, ‘‘বন্দে ভারত এক্সপ্রেসেও চড়া বাকি ছিল। তবে সিটগুলো যা শক্ত, শরীরে ব্যথা হয়ে যাচ্ছে!’’ ব্যাস এরপরেই নেটিজেন্ডরা তার মন্তব্যের তুমুল সমালোচনা করে। বৃহস্পতিবার নেটিজেন্দের কটাক্ষের জবাব দিলেন তিনি।

ফেসবুকে অভিনেতা লিখেছেন, “দাদা দিদির ভক্তদের এই এক সমস্যা। তাঁদের আমলে জনগণের অর্থে তৈরী করা সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাদের জ্বলে। নিজের গাঁটের টাকা খরচা করে জনগণের ট্যাক্সের টাকায় তৈরী করা ট্রেনে উঠে শক্ত সিটে শরীর ব্যাথা করলে বা ট্রেনের খাবারে গন্ধ পেলে (যা ট্রেনের কর্মচারীরা মেনে ক্ষমাও চান ও সমস্যা মিটেও যায় ) তাঁদের হেব্বি চুলকোয়। তা চুলকোক। তারা পদলেহন করুক। আমার তাতে কিস্সু যায় আসেনা। আমি গরুর দুধে সোনা খুঁজিনা আর চাকরি বেচে পয়সা রোজগার করিনা | আমার মতামত আমি দেবো তাতে আমার দাড়িও বাড়বেনা হাওয়াই চটির রং ও বদলাবে না। যত্তসব। বন্দে মাতারাম।”