Sunday, May 19, 2024
কলকাতা

ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর, জন্মদিনে গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাই: মোদী

নয়াদিল্লি: আজ কবিগুরুর ১৫৯ তম জন্মবার্ষিকী। এইদিন কবি-প্রণামে মুখরিত থাকে পশ্চিমবঙ্গ তথা  গোটা দেশ। কিন্তু করোনা আবহে এবছরের ছবিটা সম্পূর্ণ আলাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে নোবেলজয়ী কবির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী টুইটারে কবিগুরুর একটি ছবি পোস্ট করে লিখেছেন, গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাই। বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠতার দাবিদার রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের স্বাধীনতা সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর চিন্তার স্বচ্ছতা ও ভাব প্রকাশের ভঙ্গি সর্বদাই অসাধারণ।

রবীন্দ্র-জয়ন্তী উৎসবে মারণ করোনাভাইরাস থাবা বসিয়েছে। অন্যান্য বছর এইসময় গোটা রাজ্যের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের গমগমে আওয়াজ ধ্বনিত হয়। কিন্তু আজ ছবিটা একেবারেই আলাদা। করোনার জেরে বিশ্বভারতীতে বন্ধ রবীন্দ্র-জয়ন্তীর উৎসব।

সবমিলিয়ে এবছর যেন এক অন্য ২৫শে বৈশাখ। শান্তিনিকেতনে আনাচে-কানাচেতে আজ ধ্বনিত হচ্ছে না কবিগুরুর গান। চতুর্দিক খাঁ-খাঁ করেছে।মারণ করোনাভাইরাসের জন্য সর্বত্রই সতর্কতা।