Saturday, May 18, 2024
দেশ

কাশ্মীরে এনকাউন্টারে খতম লস্করের শীর্ষ কমান্ডার সহ ৪ জঙ্গি

শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গিদমনে বড়সড় সফলতা পেল ভারতীয় সেনা। কাশ্মীরের দুটি পৃথক এলাকায় পুলিশ ও সেনার যৌথবাহিনীর এনকাউন্টারে খতম ৪ সন্ত্রাসবাদী। নিহতদের মধ্যে লস্কর-ই-তৈবার শীর্ষ এক কমান্ডারও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাশ্মীর জোন পুলিশ তাঁদের টুইটার পোস্টে জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের কুলগামে প্রথম এনকাউন্টারটি হয়েছে। সেখানে পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষে দুই সন্ত্রাসবাদী নিহত হয়। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানিয়েছে পুলিশ।

অপর এনকাউন্টারটি হয়েছে পুলওয়ামায়। সেখানে লস্করের শীর্ষ কমান্ডার নাজির ভাট সহ আরও একজন লস্কর জঙ্গিকে খতম করেছে যৌথবাহিনী। ওই এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর। তাই এখনও চলছে তল্লাশি অভিযান।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামা ও ছিনিগাম এলাকায় অভিযান চালায় ভারতীয় সেনা, কেন্দ্রীয় পুলিশবাহিনী ও জম্মু ও কাশ্মীরের পুলিশের যৌথবাহিনী। তল্লাশি অভিযানের সময়ই বাহিনীকে লক্ষ্য করে গুলিবৃষ্টি করতে থাকে সন্ত্রাসবাদীরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও।

নিহত চার সন্ত্রাসবাদীকে সনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে একজন কুলগামের দিভাসারের বাসিন্দা কারিক আহমদ মীর, পাকিস্তানি সমীর ভাই উসমান।