Saturday, May 18, 2024
দেশ

শ্যুটআউটে খতম ভারতের মোস্ট ওয়ান্টেড ৪ জঙ্গি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তানে ও পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’ ৪ জঙ্গি নিহত। নিহতরা হলেন—সৈয়দ নূর শালোবার, সৈয়দ খালিদ রাজা, এজাজ আহমেদ আহাঙ্গার ওরফে আবু উসমান আল-কাশ্মীরি এবং বশির আহমেদ পিয়ার ওরফে ইমতিয়াজ আলম।

সৈয়দ নূর শালোবার গত সপ্তাহে নিহত হন। তিনি ছিলেন ভারতের কাশ্মীর উপত্যকা জুড়ে সন্ত্রাসবাদ ছড়ানোর মূল পরিকল্পনাকারী, পাকিস্তানের সেনাবাহিনী এবং আইএসআইয়ের এজেন্ট।

আইএসের আরেক কমান্ডার সৈয়দ খালিদ রাজা। পাকিস্তানের করাচিতে গুলিবিদ্ধ হন বশির আহমেদ পিয়ার। যিনি কাশ্মীরে হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসবাদী দলগুলিকে সাহায্য করতেন।

ইসলামিক স্টেট অফ খোরাসানের সিনিয়র কমান্ডার আবু ওসমান আল-কাশ্মীরিকে এবং আবু ওসমানকে আফগানিস্তানে তালিবান গুলি করে হত্যা করেছে। শ্রীনগরে জন্মগ্রহণকারী সন্ত্রাসী আবু ওসমান আফগানিস্তানে ছিলেন। জম্মু ও কাশ্মীরে দুই দশকেরও বেশি সময় ধরে একজন “ওয়ান্টেড সন্ত্রাসী” ছিলেন। আল-কায়েদা এবং অন্যান্য বৈশ্বিক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। আইএসকে-তে যোগ দেওয়ার আগে আবু ওসমান কাশ্মীরের মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিলেন।

গত সপ্তাহে তালিবান ঘোষণা করেছে, বিশেষ অভিযান চালিয়ে কাবুলে আইএসআইএসের দুই শীর্ষ কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে।

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড