Thursday, May 2, 2024
রাজ্য​

রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ৭৫ জন, আক্রান্ত ৩,২৬৮

কলকাতা: করোনার দ্বিতীয় ঢেউ সামলে ছন্দে ফিরছে রাজ্য। নিম্নমুখী রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা। কমছে মৃত্যুও। পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩,২৬৮ জন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। মৃতদের মধ্যে ২৩ জন উত্তর ২৪ পরগনার এবং কলকাতার ২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যদফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্য সুস্থ হয়েছে উঠেছেন ২ হাজার ৬৮ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৪৭ শতাংশে। রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লাখ ৩০ হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনায়। একদিনে সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। দ্বিতীয় স্থানে থাকা কলকাতায় ৩৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৬৮ হাজার ৪৪ জন। তবে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কম। রিপোর্ট অনুযায়ী, বাংলায় অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ৪৫ জন।