Sunday, May 19, 2024
দেশ

বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ১৪ পরিযায়ী শ্রমিকের

ভোপাল/লখনউ: উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে কয়েকঘণ্টার ব্যবধানে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ১৪ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৪ জন। একই রাতে এই দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, হাইওয়ে ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই পরিযায়ী শ্রমিকরা।

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে বুধবার রাত ৩টা নাগাদ ঘটে প্রথম দুর্ঘটনাটি। মুজফ্ফনগর-সাহারানপুর হাইওয়ের উপর ঘালাউলি চেকপোস্টের কাছে একটি বাসের ধাক্কায় মৃত্যু হয় ৬ পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত হন আরও দুজন। এই ঘটনায় অজ্ঞাতপরিচয় বাসচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ভোরে মধ্যপ্রদেশের গুনার কাছে ক্যানটনমেন্ট থানা এলাকায় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় পরিযায়ী শ্রমিক ভর্তি ট্রাকের। ওই ট্রাকে করে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। যাদের বেশিরভাগই বাড়ি উন্নাওতে।  দুর্ঘটনায় মৃ্ত্যু হয়েছে ৮ জনের। অন্তত ৫০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুনা থেকে আহমেদাবাদগামী বাসটিতে চালক ও এক পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। সোনু নামে এক শ্রমিক বলেন, ঘটনার সময় আমরা ঘুমিয়ে ছিলাম। ট্রাকে ৫৫ থেকে ৬০ জন ছিল। রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

প্রসঙ্গত, এর আগে, গত সপ্তাহে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে রেললাইনের উপর ঘুমিয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের উপর দিয়ে ট্রেন চলে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬ জনের।