Sunday, May 19, 2024
দেশ

‘আপনারা ১৩০ কোটি দেশবাসীর অনুপ্রেরণা’, গালওয়ানে আহত জওয়ানদের বললেন প্রধানমন্ত্রী

লাদাখ: ভারত-চিন সীমান্ত উত্তেজনার মাঝে শুক্রবার আগাম কোনও ঘোষণা ছাড়াই লেহ’তে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাসপাতালে গিয়ে দেখা করেন গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সাথে৷ আহত জওয়ানদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে নমো বলেন, গোটা বিশ্ব আপনাদের সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছে৷

মোদী বলেন, বীর জওয়ানদের নমস্কার জানাতেই এসেছেন এবং জওয়ানদের দেখে তিনি নয়া উদ্যম, অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি। জওয়ানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যে বীররা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা কোনও কারণ ছাড়া যাননি। আপনারা সবাই মিলে শত্রুকে যোগ্য জবাব দিয়েছেন।

সেনা হাসপাতালে দাঁড়িয়ে আহত জওয়ানদের উদ্দেশে তিনি বলেন, গোটা বিশ্বে আপনাদের সাহসিকতা নিয়ে চর্চা চলছে৷ আপনারা গোটা দেশের কাছে অনুপ্রেরণা৷ আমাদের দেশ আত্মনির্ভর হয়ে উঠবে এবং কখনও কারও সামনে মাথা নত করবে না৷ যে মায়েরা আপনাদের মতো বীর সন্তানের জন্ম দিয়েছেন, তাঁদের আমি প্রণাম জানাই৷

নমো বলেন, আপনারা আহত। আপনারা হাসপাতালে আছেন, তাই হয়তো বুঝতে পারছেন না। কিন্তু ১৩০ কোটি দেশবাসী আপনাদের জন্য গর্বিত। আপনারা ১৩০ কোটি ভারতবাসীর অনুপ্রেরণা। উল্লেখ্য, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা জওয়ান শহিদ হন এবং ৭৬ জন জওয়ান আহত হন।

প্রধানমন্ত্রী জানান, ভারতীয় সেনার বীরত্বে অবাক হয়ে গিয়েছে বিশ্বের বহু দেশ। কিভাবে ভারতীয় জওয়ানরা সেই কাজ করলেন, তাঁদের কিভাবে প্রশিক্ষণ হয়েছে, তাও অনেক দেশ জানতে চাইছে।