Friday, April 26, 2024
জীবনযাপন

এবার ১০ হাজার কর্মচারী ছাঁটাই করছে মাইক্রোসফট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট। টেকনলোজি সংস্থা থেকে ছাঁটাই করা হচ্ছে ১০ হাজার কর্মচারী। জানা গেছে, সংস্থার সাপ্লাই চেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI), এবং ইন্টারনেট অফ থিঙ্কসের (IOT) সঙ্গে যুক্ত থাকা কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে।

খুব সম্প্রতি ৬৮৯ জন কর্মচারীকে ছাঁটাই করেছে সংস্থাটি। ফ্রেরুয়ারিতে ৬১৭ জন কর্মচারীকে ছাঁটাই হয়েছে, একই মাসে আরও ১০৮ জন এবং জানুয়ারিতে আরও ৮১৭ জনকে ছাঁটাই করা হয়। এই নিয়ে মোট ২১৮৪ জনকে ছাঁটাই করেছে মাইক্রোসফট।


তৃতীয় বারের জন্য প্রায় ১০ হাজার কর্মচারী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। সংস্থাটি বছরের শুরুতে জানিয়ে রেখেছিল ২০২৩ সালে ১০ হাজারের মতো কর্মীকে ছাঁটাই করা হতে পারে।