Tuesday, May 7, 2024
দেশ

২০২৪ এর লোকসভা ভোটে বিজেপির টার্গেট ৪০০টি আসন, তিন নেতাকে গুরু দায়িত্ব দিলেন শাহ, নাড্ডারা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আসন্ন লোকসভা ভোটে বিজেপির লক্ষ্য ৪০০টি আসন। সেই লক্ষ্যে এবার তিন নেতাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির তিন বড় নেতা বিনোদ তাওদে, তরুণ চুঘ ও সুনীল বনসলকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে।

বিনোদ তাওদে: মহারাষ্ট্রের নেতা বিনোদ তাওদে (Vinod Tawde) মুম্বাইয়ের প্রাক্তন বিধায়ক। ২০১৪ বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়েও ছিলেন। পরবর্তী সময়ে তাঁকে হরিয়ানা বিজেপির দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই বিহারে বিধানসভা উপনির্বাচনে জেতে দল। সেই বিনোদকেই এবার ২০২৪ লোকসভায় বিজেপিকে ৪০০ আসন জেতানোর গুরু দায়িত্ব দেওয়া হল।

তরুণ চুঘ: পাঞ্জাবে বিজেপির দায়িত্বে রয়েছেন তরুন চুঘ (Tarun Chugh)। উত্তর পূর্ব ভারতে বিজেপির সংগঠন বিস্তারে বড় ভূমিকা ররাখেন তিনি পাশাপাশি, তেলঙ্গনায় দায়িত্ব নেওয়ার পর কেসিআরের রাজ্যে কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে নিয়ে আসেন তিনি।

সুনীল বনসল: ২০১৯ লোকসভা নির্বাচনে এসপি, বিএসপি জোটের পরেও বিজেপিকে বড় জয় এনে দেন সুনীল। তাকে ২০১৯ সালে যোগী রাজ্যে বিজেপি সংগঠনের সবটেয়ে বড় দায়িত্বে ছিলেন। শেষ মুহূর্তে তাঁকে দিল্লি এমসিডিতে দায়িত্ব দিয়ে দল ১০০টি-র বেশি আসনে জিতেছে। সুনীল এখন বিজেপির পাখির চোখ পশ্চিমবঙ্গ ও তেলঙ্গানার দায়িত্বে আছেন।

উল্লেখ্য, লোকসভার মোট আসন ৫৪৫ টি। আর গেরুয়া শিবিরের টার্গেট ৪০০টি আসন। তারা সেই লক্ষ্যে কতটা সফল হয়, সেটা সময়ই বলবে।