Saturday, May 4, 2024
রাজ্য​

বর্ষার দাপট বাড়তেই ডেঙ্গি ফিরল রাজ্যে, বাদুড়িয়ায় মৃত ১

বসিরহাট: ফের ডেঙ্গি আতঙ্ক রাজ্যে। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কাসের আলির মোল্লা নামে এক ব্যক্তির। বাদুড়িয়ার কাটিয়াহাটের বাসিন্দা কাসের আলি গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। আর কাসের আলির মৃত্য সংবাদের পরে অনেকেরই মনে পড়ছে গত বছরের ডেঙ্গির ভয়াবহতার কথা।

গত বছর বর্ষা শেষে গোটা রাজ্যে ভয়াল আকার ধারণ করেছিল ডেঙ্গি। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন প্রায় ১৩ হাজার মানুষ। বহু মানুষের মৃত্যুও হয়েছিল। ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সচেতনতা অভিযান শুরু করেছে পুরসভা। তাতেও ফের ডেঙ্গির অশনি সংকেত বাংলায়। যার প্রথম বলি বাদুড়িয়ার কাসের আলি।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন কাসের আলি। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় বসিরহাটে হাসপাতালে। সেখান থেকে কলকাতায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।