Monday, April 29, 2024
কলকাতা

সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী সেরা মুখ মমতা বন্দ্যোপাধ্যায়: পরমব্রত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা পুরভোটের প্রচারের শেষ দিন বড় চমক দেখা গেল। এই প্রথমবার কোন রাজনৈতিক দলের হয়ে প্রচারে নামলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচারে বের হন তিনি। রাজ্য রাজনীতিতে বরাবরই বামপন্থী হিসেবেই পরিচিত পরমব্রত। সেই তাঁরই তৃণমূলের মিছিলে দেখে চমকে উঠেছেন অনেকেই।

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, বর্তমানে দেশে যতগুলি বিজেপি বিরোধী দল রয়েছে, তাদের মধ্যে সেরা তৃণমূল কংগ্রেস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে এগিয়ে রয়েছেন।

তবে বামপন্থী হিসেবেই পরিচিত পরমব্রত তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে অভিনেতা বলেন, ব্যক্তিগত কারণে তৃণমূলের প্রচারে এসেছেন তিনি।

উল্লেখ্য, মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে অভিনেতার চেনাজানা ইন্ডাস্ট্রি সূত্রে। অরূপ বিশ্বাস বিপদে মানুষের পাশে দাঁড়ান। রাজনীতিতে দরকার আছে বলে মনে করেন পরমব্রত। তৃণমূলের হয়ে প্রচারে এসেছেন মানেই তৃণমূলে যোগ দিচ্ছেন না। বরং ভবিষ্যতে তৃণমূলের সমালোচনা করতেও দেখা যাবে তাকে বলে জানিয়েছেন পরমব্রত।