Thursday, April 25, 2024
কলকাতা

পুরভোটে দেদারে ছাপ্পা ভোট, আক্রান্ত সংবাদমাধ্যম, নির্বাক দর্শকের ভূমিকায় পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরভোট। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে। এবার ছাপ্পা ভোটের ছবি কাভার করতে গিয়ে আক্রান্ত সংবাদমাধ্যম।

৪৫ ওয়ার্ডে ধরা পড়ে ভুয়ো ভোটার। সেটাতে খবর করতে গিয়ে আক্রান্ত হলেন এক সাংবাদিক। এই ঘটনায় দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও কংগ্রেস। দু’দলের প্রার্থীদের মধ্যে চলে তুমুল বচসা বাঁধে। এক পর্যায়ে তা গড়ায় হাতাহাতিতে।

কংগ্রেসের তরফে অভিযোগ, ওই ওয়ার্ডে ছাপ্পা ভোট মারতে বাইর থেকে লোক আনা হয়েছে। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ কর্মীরা। তবে তাঁরা নির্বাক দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ।

উল্লেখ্য, ৪৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিং, কংগ্রেসের প্রার্থী সন্তোষ কুমার পাঠক এবং বিজেপির প্রার্থী কুশল পাণ্ডে।