Friday, May 10, 2024
কলকাতা

ছাপ্পা ভোটের খেলায় মাতলো তৃণমূল! CCTV ঢেকে দিয়ে ‘খেলা শুরু’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রবিবার সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসছে। কোথাও বিরোধীদের মারধর, বোমাবাজি, এজেন্টদের বুথ থেকে বের করে দিয়ে ছাপ্পা ভোট। এমনকি সিসিটিভি ফুটেজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

পশ্চিমবঙ্গ বিজেপির তরফে টুইট করা হয়েছে। টুইটে দাবি করা হয়েছে একাধিক কেন্দ্রে CCTV ঢেকে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। CCTV ঢেকে দিয়েই দেদারে চলছে ছাপ্পা ভোট।

বেলেঘাটার খান্না হাইস্কুলের চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে একজন সাদা কাগজ দিয়ে সিসিটিভি ঢেকে দিচ্ছেন। বিজেপির অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদলের তরফে তা অস্বীকার করা হয়েছে।

দেখুন CCTV ঢেকে দেওয়ার সেই ভিডিও-

৪৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের অভিযোগ, বাইরে থেকে লোক ঢুকিয়ে বুথ দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল।  ১০৯ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী শিখা পূজারীও ব্যাপক ভোট লুঠের অভিযোগ করেছেন।

কসবার ৬৭ নম্বর ওয়ার্ডের সিপিএম এজেন্টের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মেটিয়াবুরুজে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। শিয়ালদহে কংগ্রেসের অভিযোগ, একাধিক বুথ থেকে তাদের এজেন্টদের বের করে দিয়েছে। বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে তাঁকে হেনস্তার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।