Sunday, May 19, 2024
রাজ্য​

সরস্বতী পুুজোর ‘দখল’ নিয়ে অধ্যক্ষের সামনেই বচসায় TMCP’র দুই গোষ্ঠী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার সরস্বতী পুজো নিয়ে বচসায় জড়ালো তৃণমূল ছাত্র পরিষদের (TMCP)। ঝামেলার সূত্রপাত ক্যাম্পাসে কে করবে পুজো, তা নিয়ে। যার জেরে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কলেজে (Balurghat College)।

সূত্রের খবর, সরস্বতী পুজো নিয়ে বিগত কয়েকদিন ধরেই ঠান্ডা লড়াই চলছিল টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে। তবে এদিন তা রুপ নেয় বচসায়। জানা গেছে, কলেজে পরীক্ষা চলাকালীন অধ্যক্ষের ঘরের সামনেই দুই পক্ষ বচসায় জড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত অধ্যক্ষের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে।

এবারই এমন ঘটনা প্রথম নয়, গত বছর ভর্তির নামে টাকা তোলার অভিযোগ উঠেছে এই কলেজের টিএমসিপির বিরুদ্ধে। এমনকি কলেজ ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে।