Tuesday, May 7, 2024
বিনোদন

‘RRR বলিউড ছবি নয়’, গোল্ডেন গ্লোব জেতার পর সাফ জানালেন রাজামৌলি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই প্রথম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো ভারতীয় কোনো সিনেমা। এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমজনতা সকলেই। দক্ষিণি সিনেমা RRR এর জনপ্রিয় গান ‘নাটু নাটু’র (Naatu Naatu) হাত ধরে ভারতে প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার এল।

পুরষ্কার জেতার পর এই সিনেমার পরিচালক এস এস রাজামৌলি (SS Rajamouli) সাফ জানালেন, ‘আর আর আর কোনও বলিউড ছবি নয়, এটি একটি দক্ষিণ ভারতীয় সিনেমা’ (RRR is not a Bollywood film)।
আমেরিকার ‘ডিরেক্টর্স গিল্ড’-এ ‘আর আর আর’ ছবির বিশেষ প্রদর্শনী হয়। সেখানেই বক্তব্য রাখার সময় রাজামৌলি বলেন, ‘আর আর আর কোনও বলিউড ছবি নয়, এটি দক্ষিণ ভারতে তৈরি একটি তেলুগু ছবি, যেখানে থেকে আমি আসছি, কিন্তু আমি সিনেমা থামিয়ে আপনাদের সঙ্গীত ও নাচের একটি অংশ দেওয়ার বদলে গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গানটি ব্যবহার করেছি।’

রাজামৌলি আরও বলেন, ‘আমি ওই উপাদানগুলো ব্যবহার করে ছবির গল্প এগিয়ে নিয়ে যেতে চেয়েছি… যদি ছবির শেষে, আপনাদের মনে কখন যে তিন ঘণ্টা কেটে গেল বুঝতেই পারলাম না, তাহলেই একজন পরিচালক হিসেবে আমি সফল।’

উল্লেখ্য, ২০২২ সালে মুক্তি পাওয়া ‘আরআরআর’ বিশ্ব জুড়ে ১,২০০ কোটি টাকার ব্যবসা করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগন এবং আলিয়া ভট্ট এই সিনেমায় অভিনয় করেছেন।