Thursday, May 16, 2024
রাজ্য​

শিক্ষার তীর্থস্থান শান্তিনিকেতন: রাজনাথ সিং

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তনে এসেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Min Rajnath Singh)। এদিন সমাবর্তনে প্রায় ৫০ মিনিট তিনি এদিন বক্তব্য রাখেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে রবীন্দ্রনাথ, বিশ্বভারতী, শান্তিনিকেতনের ভূয়সী প্রশংসা করেন।

রাজনাথ সিং বলেন, ‘শিক্ষার তীর্থস্থান শান্তিনিকেতন। সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আসলে আমি একদিনেই ফিরে যাই। কিন্তু বিশ্বভারতী ও গুরুদেবকে জানবো বলে আমি আরো একদিন অতিরিক্ত রেখেছি। বিশ্বভারতী শিক্ষার মন্দির। গুরুদেবের জ্ঞানের মূর্ত স্বরূপ।’

তিনি আরও বলেন, ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ভারতবর্ষকে পথ দেখিয়ে আসছে। ভবিষ্যতেও পথ দেখাবে৷ গঙ্গা যেমন দূর দূরান্ত পর্যন্ত বিস্তার লাভ করে, তেমন শান্তিনিকেতন পড়ুয়াদের জ্ঞান ভাণ্ডারকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়৷ বিশ্বভারতী এমন একটা প্রতিষ্ঠান, যেখানে বিশ্বও আছে, ভারতও আছে৷ বিশ্ব শিক্ষার আদানপ্রদান করে গুরুদেবের আদর্শের এই প্রতিষ্ঠান।’