Friday, May 3, 2024
রাজ্য​

রাস্তা সম্প্রসারণের জন্য যশোর রোডের শতাব্দীপ্রাচীন ৩০৬টি গাছ কাটার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যশোর রোডের বারাসত থেকে বনগাঁ পর্যন্ত অংশে ৩০৬টি গাছ কাটার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। শতাব্দীপ্রাচীন গাছগুলো নিয়ে বহুদিন সমস্যা চলছিল। বুধবার সেই দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ৩০৬টি গাছ কাটার আগে ১৫০০টি গাছ লাগাতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।

২০১৮ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৩৫৬ টি গাছ কাটার নির্দেশ দিয়েছিল। তবে এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীরা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তারা।

গত ২৮ ফেব্রুয়ারি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখে গাছ কাটার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। যদিও বেশ কিছু গাছ ঝড়ে মারা গেছে। বর্তমানে গাছের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩০৬ টিতে। এবার সেই গাছ কাটার নির্দেশ দিল শীর্ষ আদালত।

শীর্ষ আদালত সাফ জানিয়েছে, একটি গাছ কাটার বিনিময়ে লাগাতে হবে পাঁচটি গাছের চারা।