Monday, April 29, 2024
দেশ

সোনিয়ার নেতৃত্বে বিরোধী দলীয় বৈঠক, শুধু ডাক পেলেন না মমতা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপিকে হারাতে বিরোধী দলের প্রধান মুখ হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, একমাত্র মমতাই বিজেপির বিজয় রথকে থামিয়ে দিতে পেরেছেন। পশ্চিমবঙ্গে বিজেপিকে রুখে দিয়েছেন। বাংলা বিজয়ের পরে তৃণমূলের টার্গেট এবার দিল্লি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল শিবির।

সম্প্রতি প্রথমবার গোয়া সফরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘কংগ্রেসের নেতৃত্বাধীন UPA-এর কোনও অস্তিত্ব নেই’। তৃণমূল মুখপাত্র জাগো বাংলার সম্পাদকীয়কে লেখা হয়েছিল, ডিপফ্রিজে তৃণমূল কংগ্রেস। তাদের বর্তমানে কোন অস্তিত্ব নেই। ভোট কুশলী প্রশান্ত কিশোরও কংগ্রেসের তীব্র সমালোচনা করেন।

কংগ্রেসকে নিয়ে তৃণমূলের এত সমালোচনার পরে বিজেপি বিরোধী জোট নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই আশঙ্খাই সত্যি হল। বুধবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে ডাকা বৈঠকে ডাক পায়নি তৃণমূল। ওই বৈঠকে হাজির ছিল অন্যান্য বিরোধী দল।

জানা যায়, বুধবার সন্ধ্যায় নয়াদিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক করে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। সেখানে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, ডিএমকের টিআর বালু, শিবসেনার রাজ্যসভার দলনেতা সঞ্জয় রাউত, এনসিপির ফারুক আবদুল্লার মতো বর্ষীয়ান নেতারা। তবে তৃণমূলের কোনও প্রতিনিধি ওই বৈঠকে ছিলেন না।