Monday, May 6, 2024
আন্তর্জাতিক

পাকিস্তানের মুদ্রাস্ফীতি ৩০ শতাংশে, ভারতের সঙ্গে যুক্ত হতে চায় গিলগিট বাল্টিস্তান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের অবস্থা অত্যন্ত শোচনীয়! চূড়ান্ত অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হয়েছে দেশটি। মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ব্যাপক আকার নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৩০ শতাংশে। বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। আর মাত্র ৩ সপ্তাহের জ্বালানি মজুত রয়েছে। তারপরেই অন্ধকারে ডুবতে চলেছে পাকিস্তান।

অবস্থা এতটাই বেগতিক যে, ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ পাকিস্তানি নাগরিকরা। গিলগিট বাল্টিস্তানে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর ভর্তুকি লাগু করার দাবিও তুলেছেন তাঁরা।

জানা গেছে, পাকিস্তানের অবস্থা শ্রীলঙ্কার মতো পারে। এই পরিস্থিতি থেকে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় গিলগিট বাল্টিস্তান। এদিকে, সাধারণ পাকিস্তানি নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় জিনিসে ভর্তুকি লাগু করার দাবি তুললেও এক্ষেত্রে পাক সরকার কিছুই করছে না।