Saturday, April 27, 2024
বলিউড

খোলামেলা পোশাকের জন্য উরফির বিরুদ্ধে অভিযোগ দায়ের বিজেপি নেত্রীর, থানার ডেকে জিজ্ঞাসাবাদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমান সময়ের আলোচিত, বিতর্কিত মডেল উরফি জাভেদের খোলামেলা পোশাকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘ। তার ভিত্তিতে শনিবার উরফিকে তলব করা হয়। রীতিমতো ৪০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

এদিন আম্বোলি থানায় যান উরফি। প্রায় ৪০ মিনিট ধরে তার বয়ান রেকর্ড করে পুলিশ।

জানা গেছে, উরফির বিরুদ্ধে অভিযোগকারী হলেন চিত্রা ওয়াঘ। যিনি মহারাষ্ট্র বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তাঁর অভিযোগ, উরফি জাভেদ যে ধরনের পোশাক পরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেন তা অপরাধ। ভারতীয় সমাজ এই ধরনের সংস্কৃতিকে মান্যতা দেয় না। তাঁর এ ধরনের আচরণ সমাজে কুপ্রভাব ফেলছে। যা সমাজের জন্য বিপজ্জনক। পুলিশ ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, ওকে সংযত করুক।