Wednesday, April 24, 2024
জীবনযাপন

ভগবানকে নিয়ে কৌতুক বলছে চ্যাট জিপিটি, অথচ মুহম্মদকে নিয়ে মন্তব্য করতে নারাজ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: চ্যাট জিপিটি (Chat GPT) আর্টফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial intelligence) ভিত্তিক একটি সার্চ টুল। ২০২২ সালের নভেম্বরে চ্যাট জিপিটির আগমন ঘটে। ওপেন এআই (OpenAI) বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে। টেক উৎসাহীদের এটি নিয়ে উৎসাহ তুঙ্গে। কিন্তু চ্যাট জিপিটি কী এন্টি হিন্দু?

দেখা গিয়েছে, চ্যাট জিপিটিকে ভগবান শ্রীকৃষ্ণ, রাম, দেবী সীতা, গৌতম বুদ্ধকে নিয়ে কৌতুক বলতে বললে, কৌতুক বলছে। কিন্তু মুহম্মদ এবং যীশু খ্রীষ্টকে নিয়ে কৌতুক শুনলে, দুঃখিত বলছে। যা নিয়ে নেটিজেনদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। অন্য ধর্ম চ্যাট জিপিটির কাছে সংবেদনশীল। কিন্তু হিন্দুধর্মের ক্ষেত্রে চ্যাট জিপিটি সংবেদনশীল নয় কেন? প্রশ্ন উঠছে। 

শুনে নিন The QuestionsHour Bharat এর বিশ্লেষণ:

তথ্যসূত্র: The QuestionsHour Bharat