Monday, May 20, 2024
রাজ্য​

তহবিলের টাকা আত্মসাৎ করার অভিযোগে তৃণমূল কার্যালয় ভাঙচুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি, আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প সহ একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্যের শাসকদল তৃণমূল। এবার দলের তহবিলের টাকার হিসাব না দিতে পারায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয়েছে অফিসের আসবাবপত্র।

তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, তৃণমূলের অঞ্চল সভাপতি দলের তহবিলের টাকা আত্মসাৎ করেছেন। দীর্ঘদিন তিনি হিসেব দিচ্ছেন না। ঘটনায় উত্তেজনা ছড়ায় বাঁকুড়ার সিমলাপালের মাচাতোড়া এলাকায়।

অভিযোগ, দলের কর্মী সমর্থকরা হিসেব করার জন্য বারবার বৈঠক ডাকছেন। কিন্তু অঞ্চল সভাপতি বৈঠক এড়িয়ে যাচ্ছেন। রবিবারও মিটিং ডাকা হয়েছিল। কিন্তু এদিনও বৈঠক এড়িয়ে যান অঞ্চল সভাপতি। দলীয় কার্যালয় তালাবন্ধ দেখা যায়। এর পরেই প্রবল বিক্ষোভে ফেটে পড়েন কর্মী সমর্থকরা।

পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। ভাঙচুর করেন পার্টি অফিসের আসবাবপত্র। এরপর পার্টি অফিসে তালার ওপর তালা ঝুলিয়ে দেন তারা।