Thursday, May 9, 2024
দেশ

অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের পক্ষে ৬৯ শতাংশ দেশবাসী, বলছে সমীক্ষা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভা ভোটের আর দেড় বছর বাকি। তার আগে ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের সমীক্ষা সামনে এসেছে। সমীক্ষায় দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন নিয়ে মানুষের মতামত জানতে চাওয়া হয়। দেখা গেছে, অধিকাংশ মানুষ এটি প্রণয়নের পক্ষে মতামত দিয়েছেন।

উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তেহারে দেশে অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের কথা বলা হয়েছিল। সরকার এটি কার্যকর করার পথে এগিয়ে চলেছে। বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলি এ নিয়ে তৎপর।

দেশে অভিন্ন দেওয়ানি বিধি থাকা জরুরি কি না, সেই প্রশ্নে মানুষ সদর্থক জবাব দিয়েছে। ৬৯ শতাংশ মানুষ এর পক্ষে মতামত দিয়েছেন, ১৯ শতাংশ বিরোধিতা করেছেন।

প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে ভারতে নাগরিকদের ব্যক্তিগত আইন প্রণয়ন ও বাস্তবায়নের প্রস্তাব, যা সকল নাগরিকের ক্ষেত্রে তাদের ধর্ম নির্বিশেষে সমানভাবে প্রযোজ্য হবে। বর্তমানে, বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিগত আইন তাদের ধর্মীয় শাস্ত্র দ্বারা পরিচালিত হয়।