Sunday, May 19, 2024
রাজ্য​

একটাই বাংলা, সেটাকে আমরা সোনার বাংলা বানাবো: দিলীপ ঘোষ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে আড়াআড়ি দু’ভাগে বিভক্ত রাজ্যের বিজেপি নেতারা। একজন বঙ্গ ভাগের পক্ষে, আরেকদল বিপক্ষে। এবার মাতৃভাষা দিবসে শুভেন্দু অধিকারীর সুরেই বঙ্গ ভাগের বিরোধিতায় কথা বললেন দিলীপ ঘোষ। সাফ জানিয়ে দিলেন, একটাই বাংলা, সেটাকেই সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে।

দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপির নীতি স্পষ্ট, তা হল একটাই বাংলা আর সেটাকে আমরা সোনার বাংলা গড়ব। বিজেপি কোনও ধোঁয়ায় থাকে না। খোলা আকাশের নীচে থাকে।’

এদিকে, শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা বাংলা ভাগের পক্ষে নই। এক পশ্চিমবঙ্গ, শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গ। এক ভারত, শ্রেষ্ঠ ভারত। কিন্তু উত্তরবঙ্গের অনুন্নয়ন নিয়ে সমস্যা নিরসন করতে হবে।’