Friday, May 3, 2024
বলিউড

মুঘল সম্রাটদের ‘খলনায়ক’ হিসেবে দেখানো হচ্ছে: নাসিরুদ্দিন শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অভিনেতা নাসিরুদ্দিন শাহের মতে, মুঘলদের মহিমান্বিত করার যেমন প্রযোজন নেই, তেমনি সমালোচনা করাও অর্থহীন। তার অভিযোগ, মুঘল সম্রাটদের নানা সময়ে কেবল ‘খলনায়ক’ হিসেবেই তুলে ধরা হচ্ছে।

৩ মার্চ মুক্তি পেতে চলেছে নাসিরুদ্দিন অভিনীত ওয়েব সিরিজ ‘তাজ ডিভাইডেড বাই ব্লাড’। ওটিটি প্ল্যাটফর্ম জি ভাইভে মুক্তি পাবে সিরিজটি। সেখানে সম্রাট আকবর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

তিনি বলেন, মুঘলরা যদি এতই খারাপ কাজ করে থাকে, তো তাদের তৈরি লালকেল্লা, তাজমহল ভেঙে ফেলেলেই হয়। ভারতের ইতিহাসকে ভুলভাবে তুলে ধরার প্রবণতা বাড়ছে।

তিনি আরও বলেন, “ইতিহাসে মুঘলদের তুলে ধরা হচ্ছে খলয়নাক হিসেবে। আমার ভাবতে অবাক লাগে যে মানুষ আকবর এবং খুনি নাদির শাহ অথবা তৈমুরের মধ্যে তফাৎ বোঝে না। এটা জানে না যে তারা ভারত লুট করতেই চেয়েছিল কিন্তু মুঘলরা সেটি করেনি।“