এবার বাজপেয়ীর নামে লখনউ স্টেডিয়ামের নামাঙ্কিত করলেন যোগী আদিত্যনাথ
লখনউ: এলাহাবাদ থেকে শুরু করে মুঘলসরাই। ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের বেশ কয়েকটি শহরের নাম বদল করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এবার শুধু নাম বদল শহরেই সীমাবদ্ধ থাকলেন না। বদলে ফেললেন স্টেডিয়ামের নামও। লখনউয়ের একানা স্টেডিয়ামের নাম বদলে করা হল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে। স্টেডিয়ামটির নতুন নাম হল ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।
মঙ্গলবার লখনউতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। তাঁর ঠিক একদিন আগে অর্থাৎ সোমবার এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নামবদলের প্রস্তাবে স্বাক্ষর করেছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। যার ফলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ম্যাচটি আয়োজিত হচ্ছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।
Lucknow: Ekana Cricket Stadium was yesterday renamed as “Bharat Ratna Atal Bihari Vajpayee International Stadium” pic.twitter.com/kpxmeBZIVn
— ANI UP (@ANINewsUP) 5 November 2018
গ্রিনপার্ক এই স্টেডিয়ামের দর্শক সংখ্যা ৩২ হাজার। একসঙ্গে ৫০ হাজার দর্শক বসে ম্যাচ দেখতে পারবেন। আর নিকাশি ব্যবস্থায় দেশের অন্য স্টেডিয়ামগুলোকে পিছনে ফেলে দেবে একানা স্টেডিয়াম। মাত্র ১৫ মিনিটে মাঠের সব জল বাইরে চলে যেতে পারে। অর্থাৎ বৃষ্টি হলেও খুব তাড়াতাড়ি খেলা শুরু করা সম্ভব। এয়ারপোর্ট থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এই স্টেডিয়াম। আর হাতের সামনে অনেক পাঁচতারা হোটেল। ৭১ একর জমির ওপর তৈরি হয়েছে একানা স্টেডিয়াম। মুাম্বই ও কটক থেকে মাটি এনে এই মাঠের গ্রাউন্ড তৈরি করা হয়েছে। নির্মাণে খরচ হয়েছে মোট ৫৩০ কোটি টাকা। ছটি ফ্লাডলাইট ১৮০০ স্কয়্যার ফিটের দুটি জায়ান্ট স্ক্রিনও রয়েছে।
Lucknow: Yesterday’s visuals from Bharat Ratan Atal Bihari Vajpayee International Cricket Stadium that will host its 1st international match, 2nd T20I b/w India & West Indies, today.Ekana Cricket Stadium was y’day renamed as Bharat Ratna Atal Bihari Vajpayee International Stadium pic.twitter.com/kLaR51Xrtw
— ANI UP (@ANINewsUP) 5 November 2018
ইডেন গার্ডেন্সের পর দেশের এটিই সবথেকে বড় স্টেডিয়াম। মাঠে ড্রেসিংরুমেও থাকবে পাঁচতারা হোটেলের সুবিধা। উল্লেখ্য, স্টেডিয়ামটি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা যোগী সরকারের অন্যতম বিরোধী মুখ অখিলেশ যাদবের আমলে তৈরি। যদিও, এই নাম বদল নিয়ে এখনও পর্যন্ত সমাজবাদী পার্টির তরফে কোনও মন্তব্য আসেনি।