Friday, May 3, 2024
কলকাতা

দ্বিতীয়বার কন্যাসন্তান, সদ্যোজাতকে জানালা দিয়ে ছুড়ে দিলেন মা

বাঁকুড়ায় হাসপাতালের দোতলা থেকে সদ্যোজাত কন্যা সন্তানকে নীচে ফেলে দিলেন এক মা। মূলত দ্বিতীয়বারও কন্যাসন্তান হওয়ায় এমন কাণ্ড করেছেন ওই নারী। তাই যিনি এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন, সেই মা কি না প্রাণটা কেড়ে নিলেন! এমনিতেই জন্ম হওয়ার পর অসুস্থ ছিল ওই শিশু কন্যা। এর মধ্যে ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় সদ্যজাত কন্যা সন্তান।

অভিযুক্ত মায়ের নাম ঝুমা মণ্ডল। তিন বছর আগে একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছিলেন ঝুমা। কিন্তু গত ২৪ মার্চ শনিবার নিজের বাড়িতে আরেক কন্যা সন্তানেরও জন্ম দেন ঝুমা। জন্মানোর পর সদ্যোজাতের শরীর খারাপ হয়ে পড়ে। তাকে নিয়ে ভর্তি করানো হয় স্থানীয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু রবিবার দুপুর ১২ টার দিকে দোতলার শৌচালায় থেকে অসুস্থ সদ্যোজাতকে নিচে ফেলে দেন।

প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ঘটনার একটা নাট্য রূপ দেন প্রসূতি। ঝুমা বলেন, তার সদ্যজাত হাসপাতাল থেকে চুরি হয়ে গিয়েছে। কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করলে ঝুমা সত্যি ঘটনা খুলে বলেন। এবং নিজের দোষ স্বীকার করেন। ঝুমার বয়ান পেয়ে হাসপাতালের কর্মীরা দোতলার বাথরুমের জানালার নিচে একটি নর্দামায় শিশু কন্যার নিথর দেহ খুঁজে পান। কিন্তু, একজন মা কীভাবে এ কাজ করতে পারলেন?

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পার্থপ্রতিম প্রধানের দাবি, প্রসূতির পরিজনরা তাঁকে জানিয়েছেন, পরপর ২ বার কন্যাসন্তানের জন্ম দেওয়ায় মানসিক চাপে পড়েই এই কাজ করেছেন গৃহবধূ। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।