Tuesday, April 30, 2024
দেশ

দেশের ২৪ কোটি মুসলমানকে কি সমুদ্রে ফেলে দিতে চান? নাকি চিনে পাঠাতে চান? মোদীর কাছে প্রশ্ন ফারুকের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার মোদী সরকারকে বিঁধলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ফারুকের অভিযোগ, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করার চেষ্টা করছে বিজেপি। প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, সম্প্রদায়গুলিকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।

ফারুক আবদুল্লাহ বলেন, “ভয় ও ঘৃণার রাজনীতি নতুন নয়। তারা দেশের ২২-২৪ কোটি মুসলমানদের কী করবে? তারা কি তাদের সমুদ্রে ফেলে দেবে নাকি চিনে পাঠাবে?”

তিনি বলেন, “গান্ধীজি রাম রাজ্যের কথা বলেছিলেন। রাম রাজ্য বলতে তিনি কল্যাণ রাষ্ট্রকে বোঝাতে চেয়েছিলেন যেখানে সবাই সমান সুযোগ ভোগ করবে এবং কারও প্রতি বৈষম্য করা হবে না। আমাদের সকলকে অবশ্যই গান্ধীজির নীতি অনুসরণ করতে হবে।”

ফারুক আবদুল্লাহ বলেন, “আজ জম্মু চেম্বার অফ কমার্স বনধের ডাক দিয়েছে। যুবকদের লাঠিচার্জ করা হচ্ছে। এটি দেখায় যে জম্মু ও কাশ্মীরে পরিস্থিতি ভালো নয়।”

তিনি বলেন, “জম্মু ও কাশ্মীরকে একটি পূর্ণাঙ্গ রাজ্য থেকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে হ্রাস করা জাতির জন্য একটি ট্র্যাজেডি।”

তিনি বলেন, “আগামী বিধানসভা নির্বাচনের আহ্বান জানাতে এবং রাজ্যের পুনরুদ্ধারের জন্য তাদের সাহায্য চাইতে নির্বাচন কমিশনের (ইসি) সাথে দেখা করতে আমরা দিল্লিতে যাব। আমরা জাতীয় বিরোধী দলের নেতাদের সঙ্গেও দেখা করব।”

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি ভিকার রসুল ওয়ানি, সিপিআই(এম) নেতা এম ওয়াই তারিগামি, পিডিপি নেতা আমরিক সিং রিন, ন্যাশনাল প্যান্থার্স পার্টির নেতা হর্ষ দেব সিং, আম আদমি পার্টি (এএপি) নেতা এবং জেলা উন্নয়ন পরিষদের সদস্য টিএস টনি।