Tuesday, April 16, 2024
আন্তর্জাতিক

সিলিকন ভ্যালির পর এবার মুখ থুবড়ে পড়ল সিগনেচার ব্যাঙ্ক, আমেরিকায় একের পর এক বিপর্যয়ের মুখ বড় বড় ব্যাঙ্ক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আমেরিকার ১৬তম বৃহত্তম ব্যাঙ্ক সিলিকন ভ্যালি গত শুক্রবার দেউলিয়া হয়ে গিয়েছে। এরপর রবিবার আমেরিকার আরেকটি বড় ব্যাঙ্ক সিগনেচার ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে। দুটি ব্যাঙ্কের গচ্ছিত অর্থ এবং যাবতীয় নথিপত্র অধিগ্রহণ করেছে মার্কিন সরকার।

বলা হচ্ছে, ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থিক মন্দার পর, এটাই খুচরো ব্যাঙ্কিং ব্যবস্থায় সবচেয়ে বড় ব্যর্থতা। গ্রাহকদের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল সিগনেচার ব্যাঙ্ক। বহু মানুষ তাদের কষ্টার্জিত টাকা এই ব্যাঙ্কে সঞ্চয় হিসেবে রেখেছিলেন। কিন্তু বন্ধ হয়ে গেল ব্যাঙ্কটি।

জানা গেছে, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলিতে বিনিয়োগের মাধ্যমে অল্প সময়ে বিপুল অর্থ সঞ্চয় করেছিল সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। ব্যাঙ্ক কর্তৃপক্ষ আমেরিকার বন্ডে বিনিয়োগ করেছিলেন। কিন্তু মুদ্রাস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আমেরিকায়।

মুদ্রাস্ফীতি কমাতে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে শুরু করে, যার ফলে বন্ডের দর কমে যায়। এদিকে, স্টার্টআপগুলি অতিমারি করোনার কারণে ক্রমেই দুর্বল হয়ে পড়ে। ব্যাঙ্ক থেকে গ্রাহকেরা সঞ্চিত অর্থ তুলে নেন। গ্রাহকদের টাকার জোগান দিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কমদানে বন্ড বিক্রি করতে বাধ্য হয়। যার ফলে ব্যাঙ্কের ভাঁড়ারে টান পড়ে। একই ভাবে দেউলিয়া হয়েছে সিগনেচার ব্যাঙ্কও।