Saturday, May 18, 2024
ব্লগ

কলেজে সরস্বতী পুজো সেকুলারিজম বিরুদ্ধ?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কখনও সরস্বতী পুজো হয়নি। কেননা কলেজ কর্তৃপক্ষ সেকুলারিজমে বিশ্বাস করে। তাই এবারও কলেজে সরস্বতী পুজোর অনুমতি দেওয়া হয়নি। তবে এবার কলেজের গেটের বাইরে সরস্বতী পুজো হয়েছে।

কলেজে সরস্বতী পুজো করতে চিঠি দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষকে। জবাবে কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রেসিডেন্সি কলেজ ডিরোজিও-র পন্থায় বিশ্বাসী, এই ক্যাম্পাসে ধর্মনিরপেক্ষতা বজায় রাখতেই এখানে পুজোর অনুমতি দেওয়া যাবে না।

অনুমতি না পেয়ে গেটের বাইরেই পুজো করা হয়। পুজোর থিম ছিল ‘দেশ সেকুলার, প্রেসিডেন্সি সেকুলার’। পুজোর পৌরহিত্য করেছেন প্রেসিডেন্সির প্রাক্তনী তথা এক মহিলা পুরোহিত।

এ বিষয়ে বিস্তারিত Janpeace Live ইউটিউব চ্যানেলে-

তথ্যসূত্র: Janpeace Live