Wednesday, May 15, 2024
দেশ

ইয়েদুরাপ্পার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন কারা?

বেঙ্গালুরু: কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ২ বছরের মেয়াদ শেষে ইস্তফা দিলেন বিএস ইয়েদুরাপ্পা। দুপুরে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র তুলে দেন তিনি। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট ৭৮ বছর বয়সী ইয়েদুরাপ্পার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে খবর। ইয়েদুরাপ্পার মুখ্যমন্ত্রী কুর্সিতে কে বসবেন?

কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দৌড়ে রয়েছেন অশোক, বাসবরাজ বোম্মাই, মুর্গেশ নিরানি, অশ্বথ নারায়ণ, সিটি রবি, প্রহ্লাদ যোশী। তবে আরএসএস ঘনিষ্ঠ ও লিঙ্গায়েত নেতা মুরুগেশ নিরানি (Murugesh Nirani) দৌড়ে এগিয়ে রয়েছেন বলে খবর। কেননা বিজেপির নীতি অনুযায়ী, ৭৫ বছরের ঊর্ধ্ব কাউকে বড় পদে রাখা হয় না। কিন্তু লিঙ্গায়েত সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। লিঙ্গায়েত সম্প্রদায়ের হাতে বিজেপির ১৬-১৭ শতাংশ ভোটব্যাঙ্ক আছে।

এদিকে, ইয়েদুরাপ্পার পদত্যাগের পর লিঙ্গায়েত সম্প্রদায়ের হুঁশিয়ারি, ইয়েদুরাপ্পাকে সরিয়ে দিলে বিজেপিকে ফল ভুগতে হবে। তাই মুরুগেশ নিরানিকে কর্ণাটকের মুখ্যমন্ত্রী করা হলে লিঙ্গায়েত সম্প্রদায় বিজেপির পাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।

কর্ণাটকের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সে বিষয়ে সোমবার সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত হতে পারে। কর্ণাটক সরকারের দুই মন্ত্রী মুরুগেশ ও মুকুন্দ দিল্লিতে পৌঁছেছেন। মুরুগেশ টানা তিনবার বগালকোট আসন থেকে বিধায়ক হয়েছেন।

তবে ইয়েদুরাপ্পা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বোম্বাইয়ের পক্ষে। এদিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে মুরুগেশ নিরানি বা প্রহ্লাদ জোশীর মধ্যে যে কোনও একজনকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চাইছে। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন মুরুগেশই।