Saturday, May 18, 2024
দেশ

মোদীর নেতৃত্বে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও আপস হবে না, লাদাখ সংঘর্ষ নিয়ে বলল বিজেপি

নয়াদিল্লি: পূর্ব লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় সোমবার রাতে চিনা সৈনার সাথে সংঘর্ষে শহিদ হলেন এক ভারতীয় সেনা-অফিসার ও দুই জওয়ান। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের শীর্ষ সেনা আধিকারিকরা বৈঠকে বসেছেন। গোটা পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

লাদাখ সীমান্তে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন, যে কোনও প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে এখন আমাদের রাজনৈতিক সদিচ্ছা এবং পূর্ণ শক্তিসম্পন্ন সেনাবাহিনী রয়েছে।


জে পি নাড্ডা বলেন, চিনের আগ্রাসনের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের তিন সেনা জওয়ানকে হারিয়েছি। তাঁদের মহান ত্যাগের জন্য শ্রদ্ধা জানাচ্ছি এবং আপনাদের কথা দিচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনও আপস হবে না।

সোমবার রাতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে তীব্র সংঘর্ষে এক কর্নেল-সহ ভারতীয় সেনার তিন জওয়ান শহিদ হন। ঘটনায় প্রতিপক্ষকে সমুচিত জবাব দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেসও।