Wednesday, April 23, 2025
Latestদেশ

ওয়াকফ বিলের পক্ষে ভোট বিজেডি সাংসদ সম্মিত পাত্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভোটাভুটিতে চোখ ছিল সরকার এবং বিরোধী, দুই পক্ষের বাইরের দল বিজু জনতা দল (বিজেডি)-এর উপর। এই বিল নিয়ে বিশেষভাবে নজর কাড়েন বিজেডি সাংসদ ডঃ সস্মিত পাত্র। তিনি ভোটাভুটিতে বিজেপির পক্ষে ভোট দিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।

ওডিশার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত উত্তপ্ত। ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ওডিশায় নবীন পট্টনায়েকের দল বিজেডি-কে কার্যত টেক্কা দিয়ে রাজ্যে ক্ষমতায় আসে। অথচ সেই রাজ্যেই এবার রাজ্যসভায় বিজেপির সমর্থনে ভোট দিল বিজেডি। এই অবস্থান কেবলমাত্র সংসদের ভেতর নয়, রাজ্য রাজনীতিতেও বহুমাত্রিক প্রশ্ন তুলেছে।


কয়েক মাস আগেও, বিজেপি এবং বিজেডি-র মধ্যে মুখে-মুখে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব, বাকযুদ্ধ এবং নির্বাচনী কৌশলের সংঘর্ষ দেখা গিয়েছিল। রাজনৈতিকভাবে ওডিশার দুই প্রধান শক্তি বিজেপি ও বিজেডি—দু’জনই একে অপরের প্রধান প্রতিপক্ষ। স্বাভাবিকভাবেই, সংসদে ভোটাভুটিতে বিজেডি-র অবস্থান নিয়ে কৌতূহল ছিল চরমে।

এই পরিস্থিতিতে, রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল-এর পক্ষে বিজেডি সাংসদ সস্মিত পাত্রের ভোট দেওয়াকে রাজনৈতিক মহলে ‘সাংকেতিক বার্তা’ হিসেবেই দেখা হচ্ছে। কংগ্রেস এই ইস্যুতে কড়া সমালোচনা করে দাবি করেছে, “বিজেডি এখন বিজেপি-র বি-টিম হয়ে গেছে।” ওডিশায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া বিজেডি সংসদে গিয়ে বিজেপির পক্ষে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে নবীন পট্টনায়েকের রাজনৈতিক অবস্থান নিয়েও।

কংগ্রেসের মতে, রাজ্যসভায় এই ভোট প্রমাণ করেছে, কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপির সঙ্গে বিজেডি-র ‘গোপন বোঝাপড়া’ এখনও বহাল। বিজেপির বিরুদ্ধে ‘আঞ্চলিক লড়াই’ দেখিয়ে জাতীয় স্তরে সহানুভূতি অর্জনের কৌশল সফল না-ও হতে পারে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

সব মিলিয়ে, ওয়াকফ সংশোধনী বিলের ভোটাভুটির মাধ্যমে ওডিশা ও কেন্দ্রীয় রাজনীতিতে বিজেপি-বিজেডি সম্পর্ক নতুন আলোচনার জন্ম দিল।