Friday, May 17, 2024
দেশ

গাছ লাগিয়ে গিনিস বুকে জায়গা করে নিল যোগী সরকার

লখনউ: গাছ লাগিয়ে গিনিস বুকে জায়গা করে নিল উত্তরপ্রদেশের যোগী সরকার। রাজ্যের বন বিভাগ উত্তরপ্রদেশের ৮টি জেলায় বৃক্ষরোপণ অভিযান চালায়। যার ফলে উত্তরপ্রদেশ সরকারের মুকুটে জুড়লো নয়া পালক। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক স্বীকৃতি পেল যোগী সরকার। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল যোগী সরকারের বৃক্ষরোপণ অভিযান।

বনায়ন অভিযানে ২৫ কোটি গাছ লাগিয়েছে যোগী সরকার। গত ২৮ জুলাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মন্ত্রোচ্চারণের সাথে একটি বট বৃক্ষের চারা লাগিয়ে এই অভিযানের উদ্বোধন করেন। করোনা আবহে সামাজিক দূরত্ব মেনে এই বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়। 

২৮ জুলাই ২৪০টি প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এই ২৪০টি প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। লখনউ, সীতাপুর, বারাবাঙ্কি, অযোধ্য, মেরঠ, বান্দা আর চিত্রকূটে এই বৃক্ষগুলো রোপন করা হয়। ২৪০টি প্রজাতির বৃক্ষরোপণ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিল।

ডিএমের নেতৃত্বে জেলা পর্যায়ের কমিটিগুলি এই বৃক্ষের তদারকি করবে। এই অভিযানের অন্যতম উদ্দেশ্য হল কৃষকদের বাড়তি আয় বাড়ানো। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার এই সুবিধাভোগীদের এই অভিযানের অংশ হিসাবে পাঁচটি করে চারা সরবরাহ করা হয়েছে। বিভিন্ন যোজনার উপকারভোগীদের নিজস্ব বাড়িতে রোপণ করার জন্য একটি করে চারা দেওয়া হয়েছে। এই অভিযানে নদীর তীরে প্রায় ২.২ কোটি গাছ লাগানো হয়েছে।

তবে এবারই প্রথম নয়, গত বছরও যোগী সরকার আট ঘণ্টায় ২ কোটি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ২০১৯ সালের ৯ই আগস্ট ঐতিহাসিক আগস্ট বিপ্লবের দিন রাজ্যবাসী ২২ কোটির বেশি বৃক্ষ রোপণ করে রেকর্ড গড়েছিল। ভারত ছাড়ো আন্দোলনের ৭৭ বর্ষপূর্তিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, রাজ্যের ২২ কোটি মানুষ সবাই যদি একটি করে বৃক্ষরোপন করে তাহলে ২২ কোটি বৃক্ষ রোপণ করা যাবে।