Saturday, May 18, 2024
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে রাজকীয় অভ্যর্থনা পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় অভ্যর্থনায় আপ্যায়ন করলো হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল এসে সাদরে গ্রহণ করেন মোদীকে। উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সহ আরও অনেকে।

হোয়াইট হাউসের অফিশিয়াল ‘স্টেট অ্যারাইভাল সেরিমনি’তে মোদীকে সাউথ লনে নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। সেখানে দুই রাষ্ট্রনেতা একে অপরকে আলিঙ্গন করেন। যা কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্য বহন করছে।

মোদীকে ধন্যবাদ জানিয়ে বাইডেন বলেন, ‘আপনার সহযোগিতার কারণে মুক্ত, নিরাপদ, সমৃদ্ধ ইন্দোপেসিফিকের লক্ষ্যে আরও শক্তিশালী হয়েছে। বহু দশক পরে মানুষ বলবেন, বিশ্বের কল্যাণে কোয়াড ইতিহাসের মোড় ঘুরিয়েছে।’

মোদী বাইডেনকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেনকে তাঁর উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনার বন্ধুত্বের জন্য প্রেসিডেন্ট বাইডেন।’