Wednesday, April 23, 2025
Latestআন্তর্জাতিক

গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি, হুতিদের উপর আমেরিকার বিধ্বংসী হামলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রবিবার (১৬ মার্চ) এ তথ্য জানানো হয়েছে।

হামলার কারণ ও প্রেক্ষাপট

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরপরই ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) এ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, লোহিত সাগরের জাহাজগুলোতে হামলার ঘটনা ঘটলে ‘নরক নেমে আসবে’।

প্রাণহানি ও ক্ষয়ক্ষতি

প্রাথমিকভাবে হামলায় নিহতের সংখ্যা ১৯ জন বলা হলেও হুতিদের সহযোগী আল মাসিরাহ টিভি জানায়, সাদা প্রদেশে নিহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে, যার মধ্যে চার শিশু ও একজন নারী রয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ১৩ জন।

অন্যদিকে রাজধানী সানা থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। ফলে সর্বমোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইয়েমেনের মানবাধিকার সংস্থাগুলো এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলছে, নারী ও শিশুর প্রাণহানি মানবাধিকারের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের শামিল।

পরিস্থিতি উত্তেজনাপূর্ণ

ইয়েমেনে মার্কিন হামলার পর থেকে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। হুতিদের পক্ষ থেকে এর পাল্টা জবাব দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়িয়ে তুলতে পারে।