Sunday, May 19, 2024
দেশ

রাম মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখতে অযোধ্যায় যোগী আদিত্যনাথ

লখনউ: রাম মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখতে অযোধ্যায় গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার বেলা প্রায় ১২টা নাগাদ অযোধ্যা পৌঁছন তিনি। রামজন্মভূমি এলাকা ও মন্দির নির্মাণ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ফৈজাবাদ জেলা প্রশাসন এই তথ্য জানিয়েছে।

জেলা শাসক অনুজ কুমার ঝা বলেন, রবিবার বেলা ১১ টা ৪৫ মিনিট নাগাদ আকাশপথে অযোধ্যা পৌঁছন মুখ্যমন্ত্রী। রাম মন্দির নির্মাণ এলাকা পরিদর্শনের সঙ্গে জেলার অন্য নির্মাণ কাজও খতিয়ে দেখেন তিনি। কথা বলেন সরকার গঠিত ট্রাস্টের সঙ্গে। ঘুরে দেখেন জেলার যেখানে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছে না তেমন কয়েকটি হাসপাতাল। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা জনগণ ঠিক মতো পাচ্ছে কিনা, সে ব্যাপারেও খোঁজখবর নেন তিনি।

করোনা সংক্রমণ আবহে এটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বিতীয় অযোধ্যা সফর। জেলা প্রশাসন সূত্রে খবর, হনুমান গড় মন্দির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। এর আগে গত ২৫ মার্চ শেষবার অযোধ্যা সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন রামলালার মূর্তি অস্থায়ী নতুন নির্মাণে স্থানান্তরিত করা হয়েছিল। এই উদ্যোগ বাস্তবায়িত করতে ব্যক্তিগত ভাবে ১১ লাখ টাকা রাম মন্দির কমিটিকে অনুদান দেন যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় জানায়, বিতর্কিত রাম মন্দির-বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মিত হবে; বিকল্প হিসেবে বাবরি মসজিদ নির্মাণের জন্য মুসলিম ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি অন্যত্র দেয়া হবে।