Friday, April 26, 2024
দেশ

নাগরিকত্ব আইনের বিধি তৈরির কাজ ফের পিছিয়ে গেল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ২০১৯ সালের ডিসেম্বরে পাস হয় জাতীয় নাগরিকত্ব আইন (সিএএ)। কিন্তু এখনও পর্যন্ত আইনটি কার্যকর হয়। CAA কার্যকর করার কাজ ফের পিছিয়ে গেল। গত রবিবার বিধি তৈরির শেষ দিন ছিল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, আইনটির বিষয়ে বিধি প্রস্তুত করা হলে তারপরেই আইনটি কার্যকর করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে বিলটি পাস হওয়ার পর এই নিয়ে ৪ বার বিধি তৈরির কাজ পিছিয়ে গেল।

নাগরিকত্ব আইন কার্যকরের মাধ্যমে পশ্চিমবঙ্গের হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে, পশ্চিমবঙ্গ-সহ ভারতের মধ্য এবং উত্তর প্রান্তে বিরাটসংখ্যক নমশূদ্র সম্প্রদায়ের মানুষজন দ্রুত সিএএ কার্যকরের দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গের নমশূদ্র ও মতুয়া সম্প্রদায় লোকজন ইতিমধ্যেই আইনটি কার্যকর করতে দেরি হওয়ায় চটেছেন। মতুয়া সম্প্রদায়ের সাংসদ ও বিধায়করা আইনটি কার্যকর হতে দেরি হয় বিজেপি ছাড়ার হুমকি দিয়েছেন।

আইনটি কার্যকর করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লোকসভার কমিটি অন সাব-অর্ডিনেট লেজিসলেশনকে জানিয়েছে, রুল ফ্রেমিং বা বিধি তৈরির জন্য আরও সময় প্রয়োজন। ফলে আসন্ন পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে কার্যকর হচ্ছে না সিএএ।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়কে বলা হয়েছিল সিএএ আইনটি কার্যকর করে তাঁদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে।