Saturday, April 20, 2024
দেশ

ভোটে জিতল মহিলাদের প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে: অরবিন্দ কেজরিওয়াল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। ১০ মার্চ ভোটের ফলাফল প্রকাশ। তার আগে বড় ঘোষণা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বুধবার পার্টির ‘পাঞ্জাব মডেল’ (Punjab Model) প্রকাশ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। উল্লেখ্য, সমীক্ষা বলছে, পাঞ্জাবে আসন্ন বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয়জয়কার হতে চলেছে।

নির্বাচনী প্রতিশ্রুতিতে অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তাঁর দল পাঞ্জাবে ক্ষমতায় আসলে ১৮ বছরের উপরে মেয়ে বা মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে।

আর কী কী রয়েছে আম আদমি পার্টির ‘পাঞ্জাব মডেল’ এ ? দেখে নিন এক নজরে-

১. রাজ্যবাসীকে ৩০০ ইউনিট অবধি বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে।

২. রাজ্যে কর্মসংস্থানের বিভিন্ন পথ তৈরি করা হবে।

৩. রাজ্যে মাদক পাচার দূর করা হবে।

৪. পাঞ্জাবকে দুর্নীতিমুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলা হবে।

৫. রাজ্যের স্কুল ও হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করা হবে।

৬. স্বাস্থ্যক্ষেত্রের দিকে বিশেষ নজর দেওয়া হবে। ১৬,০০০ টি স্থানীয় ক্লিনিক গড়ে তোলা হবে।

৭. পাঞ্জাবে কেন্দ্রীয় সরকারের আনা তিন কৃষি আইন নিয়ে কৃষকদের সমস্যা প্রবল হয়েছে। তাই সেই মর্মে কৃষকদের সমস্ত সমস্যা মেটানো হবে।

৮. ১৮ বছরের উপরে সমস্ত মেয়ে এবং মহিলাদের প্রতিমাসে ১ হাজার টাকা করে দেওয়া হবে।

৯. রাজ্যে বাণিজ্য ও শিল্পের বিকাশের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হবে।