Friday, May 17, 2024
রাজ্য​

আজই দিল্লি যাচ্ছেন শতাব্দী রায়, অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিচ্ছেন?

কলকাতা: একের পর নেতা-নেত্রীর দলত্যাগের ফলে চিন্তায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। দলের একাংশের প্রতি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বেসুরো হচ্ছেন একের পর বিধায়ক। এবার নতুন করে জল্পনা ছড়ালেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ফেসবুক পোস্টের পর এবার তৃণমূল ত্যাগের বিষয়ে মুখ খুললেন তিনি।

শুক্রবার তিন বারের সাংসদ তথা অভিনেত্রী বলেন, আজই দিল্লি যাচ্ছি। সেখানে পরিবার-পরিজনরা রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করব। স্ট্যান্ডিং কমিটির বৈঠকও রয়েছে। দিল্লি যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ওটাই এখন আমার ঘরবাড়ি। অমিত শাহের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, পরিচিত মানুষদের সঙ্গে দেখা হতেই পারে। সেটাকে বৈঠক বলা ভুল হবে। তবে আমি বলছি না যে অমিত শাহের সঙ্গে দেখা করবোই। তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। তাই বলে ওনার সঙ্গে মিটিং করতেই যাচ্ছি এমনটা নয়। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

বিজেপিতে যোগদানের বিষয়ে শতাব্দী রায় বলেন, বিজেপিতে যোগদান করব এমনটা বলিনি। আমি আমার ভোটারদের কাছে দায়বদ্ধ। তারা যেন আমাকে প্রশ্ন না করে যে আপনাকে দেখতে পাই না কেন? তাদের জবাব দেওয়া আমার কর্তব্য। তারাপীঠ উন্নয়ন পর্ষদের সদস্যপদ থেকে ইস্তফার কারণ হিসাবে তিনি বলেন, আমি ২ বার তারাপীঠ উন্নয়ন পর্যদ থেকে পদত্যাগ করতে চেয়ে চিঠি পাঠিয়েছিলাম। কিন্তু গৃহীত হয়নি। যেখানে আমার সিদ্ধান্তের গুরুত্ব নেই সেখানে থাকতে চাই না।

এদিকে, শতাব্দী রায়ের অমিত শাহের সঙ্গে সাক্ষাতের বিষয়ে মুখ খুলেছেন তৃণমূলের মুখপাত্র সৌগত রায়। তিনি বলেন, অমিত শাহের সঙ্গে শতাব্দীর হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা নেই। সময় নিয়ে তবেই অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সম্ভব। শতাব্দীকে আমি ফোনে পাচ্ছি না। ওকে বলবো, দলের সঙ্গে কথা বলতে। তৃণমূলের সঙ্গে আলোচনা না করে যেন কোনও সিদ্ধান্ত না নেয়।