Friday, April 26, 2024
দেশ

২০১৯ লোকসভা ভোট জেতা শুধু সময়ের অপেক্ষা মোদীর কাছে

নয়াদিল্লি: দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। টাইমস গোষ্ঠীর অনলাইন সমীক্ষায়ও সেই প্রসঙ্গই বারবার উঠে এসেছে। ২০১৪ সালের পর থেকে দেশ এখনও মোদী বন্দনায় আবিষ্ট, সেই ছন্দ এখনও কাটেনি। একেরপর এক নির্বাচনে সেটাই প্রমাণিত হচ্ছে। সমীক্ষায় বলা হয়েছে, নোট বাতিল, জিএসটি কোনও ঘটনাই মোদীর জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারেনি।

টাইমস গোষ্ঠীর তরফে মোট নয়টি ভাষায় সমীক্ষা করা হয়েছে। সেখানে চারভাগের তিনভাগের বেশি মানুষ বলেছেন, এখনই লোকসভা ভোট হলে তাঁরা নরেন্দ্র মোদীকেই ভোট দেবেন। শতাংশের বিচারে সেটা ৭৯ শতাংশ। অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার জিতে ক্ষমতায় আসতে চলেছে। এমনটা বলছেন সংখ্যাধিক্য মানুষ।

অন্যদিকে ২০ শতাংশ মানুষ বলেছেন তাঁরা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে দেখতে চেয়ে ভোট করবেন। সমীক্ষায় ৫৮ শতাংশই রাহুলকে নিয়ে খুব একটা আশাবাদী নন। তবে ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, কংগ্রেসের হয়ে মানুষের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পেরেছেন রাহুল।

৭৩ শতাংশ মানুষ মনে করছেন রাহুল গান্ধী সভাপতি হয়ে আসার পরও কংগ্রেসকে এখনও দেশের দায়িত্ব দেওয়ার মতো নির্ভরযোগ্য মনে হচ্ছে না। রাহুল গান্ধীকে সরিয়ে গান্ধী পরিবার বাদে অন্য কাউকে নেতা করলে কংগ্রেসকে ভোট দেবেন না বলে জানিয়েছেন ৩৮ শতাংশ মানুষ। আর ৩৭ শতাংশ মানুষ জানিয়েছেন যে পরিবারতন্ত্রের বাইরে উঠে নেতা বাছলে তাঁরা কংগ্রেসকে ভোট দিতে পারেন।

এদিকে মোদী নেতা না থাকলে বিজেপিকে ভোট দেবেন না বলে জানিয়ে দিয়েছেন ৩১ শতাংশ মানুষ। আর যেই নেতা হোক আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন, এমনটা জানিয়েছেন ৪৮ শতাংশ মানুষ। অর্থাৎ বিজেপি ও মোদী যে সামনের লোকসভা ভোটে ফের বাজিমাত করতে চলেছে তা টাইমসের সমীক্ষায় ফের উঠে এসেছে।