Saturday, May 18, 2024
দেশ

৪৫ দুঃস্থ ছাত্রীর স্কুলের খরচ জোগান এই ক্লার্ক

বেঙ্গালুরু: অসুস্থতার কারণে হারাতে হয়েছে নিজের একমাত্র কিশোরী মেয়েকে। কিন্তু বাবার মন তো আর মেয়েকে ভুলতে পারে না। তাই সামান্য বেতনের স্কুলের ক্লার্ক হয়েও তাঁর মেয়ের বয়সী ৪৫ দুঃস্থ ছাত্রীর স্কুলের মাইনেটা নিজের পকেট থেকেই দেন বাসবরাজ।

ঘটনাটি কর্নাটকের কালবুর্গি জেলার মক্তমপুরার এমপিএইচএস উচ্চ বিদ্যালয়ের। ওই স্কুলেরই ক্লার্ক বাসবরাজের একমাত্র মেয়ে ধনেশ্বরী গত বছর শারীরিক অসুস্থতার কারণে মারা যায়। ইচ্ছা ছিল মেয়েকে উচ্চশিক্ষিত করবেন। কিন্তু বিধাতা তাতে বাধ সাধলেন। তাই মেয়ের উচ্চশিক্ষার অপূর্ণ আশা ওই স্কুলেরই গরিব ছাত্রীদের মধ্যে দিয়ে পূরণ করতে চান বাসবরাজ। খুব বেশিদিন না হলেও চলতি বছর থেকে তিনি দুঃস্থ মেয়েদের পড়াশুনার খরচ জুগিয়ে চলেছেন। বাসবরাজের কল্যাণে ওই ৪৫ দুঃস্থ ছাত্রীকে এখন আর স্কুলের ফি নিয়ে ভাবতে হয় না।

ফতিমা নামে এক পড়ুয়া জানিয়েছে, তারা সবাই অতি দরিদ্র পরিবারের তাই তাদের কাছে স্কুলের ফি দেওয়ার মতো অর্থ নেই। এছাড়া বই, খাতা কেনারও সামর্থ্য নেই তাদের। এতদিন তাদের বাবা, মায়েদের স্কুলের মাইনে দিতে খুব কষ্ট হত। কিন্তু বাসব স্যার তাদের পড়াশোনার দায়িত্ব নিজে নেওয়ায় এবং অর্থনৈতিক সমস্যাগুলির দুশ্চিন্তা কেটে গিয়েছে। ফলে পড়াশোনায় মন দিতে এখন আর তাদের কোনও অসুবিধা হচ্ছে না।