Saturday, April 27, 2024
কলকাতা

এবার একটা ‘নতুন দার্জিলিং’ তৈরির কথা ভাবছি: মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার ‘নতুন দার্জিলিং’ (Darjeeling) তৈরির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তরবঙ্গে প্রচুর কাজ করেছে তৃণমূল সরকার। স্থানীয় এলাকা যদি শান্ত থাকে, তাহলে এই কাজটা সহজ হয়। দার্জিলিঙে ১০-১২ বছরের পরপর কিছু একটা অশান্তি তৈরি করে। ফলে কোনও লোক উন্নয়নমূলক কাজ করতে চায় না। তা সত্ত্বেও আমরা নতুন দার্জিলিঙের কথা ভাবছি। নতুন দার্জিলিং তৈরি করার কথা ভাবছি।’

তিনি আরও বলেন, ‘দার্জিলিংয়ে এখন থাকার জায়গা নেই। এই পরিস্থিতিতে চা-বাগানের ১৫ শতাংশ জমিতে হোটেল বা রিসর্ট করার অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে অনেক মানুষ থাকতে পারবেন। স্থানীয় লোকেরাও কাজ পাবেন।’