বলিউডের সবচেয়ে খারাপ হিন্দু বিরোধী গল্প

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বলিউডে তুষ্টিকরণের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। শিক্ষিত অভিজাতদের হিন্দুফোবিয়ার সাথে ভারতীয়দের হীনমন্যতা মিশ্রণের ফলে এমন সিনেমার একটি দীর্ঘ তালিকা তৈরি হয়েছে যা হিন্দুদের কলঙ্কিত করে এবং মুসলিমদেরকে ইতিবাচক আলোয় তুলে ধরে।

তথ্যসূত্র: Satya Tiwari