Sunday, May 19, 2024
আন্তর্জাতিক

পুত্র সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

লন্ডন: করোনাযুদ্ধে জয়ী হয়ে গত সোমবার প্রধানমন্ত্রীর দফতরে ফেরেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। কাজে ফিরে দ্বিতীয় দিনেই পেলেন সুসংবাদ। পুত্র সন্তানের বাবা হলেন ৫৫ বছর বয়সী ব্রিটেনের প্রধানমন্ত্রী জনসন। জানা গেছে, বান্ধবী ক্যারি সিমন্ডস জন্ম দিয়েছেন পুত্র সন্তানের।

বুধবার সকালে লন্ডনের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩২ বছর বয়সী ক্যারি সিমন্ডস। মা ও শিশু পুরোপুরি সুস্থ রয়েছে। সন্তানের হওয়ার খবর শুনে চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন ও তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডস।

গত মাসে এক ঘোষণায় জনসন জানিয়েছিলেন, গ্রীষ্মের শুরুর দিকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রত্যাশা করছেন তিনি। গত বছর ক্যারি সিমন্ডসের সাথে বাগদান সম্পন্ন করেন তিনি। ব্রিটিশ ইতিহাসে এই প্রথম অবিবাহিত দম্পতি হিসেবে প্রধানমন্ত্রীর বাসভবনে থাকছেন তাঁরা। সন্তান জন্মদানের পর জনসন ও ক্যারি সিমন্ডসকে অভিনন্দন জানিয়েছেন তাঁর দল ও বিরোধী দলের সহকর্মীরা।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জনসন। গত ১২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। অবশেষে গত সোমবার প্রধানমন্ত্রীর দফতরে ফেরেন তিনি।