Friday, May 17, 2024
দেশ

দু’দিনের মধ্যেই বড় সাফল্য! এনকাউন্টারে খতম কাশ্মীরি পণ্ডিত খুনের ঘটনায় মূল অভিযুক্ত জঙ্গি আকিব মুস্তাক ভাট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দু’দিন আগে পুলওয়ামায় নৃশংসভাবে ৪২বছর বয়সী এক কাশ্মীরি পণ্ডিতকে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। এরপর তন্নতন্ন করে অভিযুক্তকদের খুঁজতে থাকে পুলিশ। আর দু’দিনের মধ্যেই বড় সাফল্য পেল জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযুক্ত জঙ্গিকে খতম করল পুলিশ। মঙ্গলবার পুলওয়ামার অবন্তীপোরায় পাদগামপোরা গ্রামে সেই জঙ্গিকে এনকাউন্টার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, দু’দিন আগে সঞ্জয় শর্মাকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল সেই জঙ্গি।

পুলিশ টুইটে জানিয়েছে, নিহত জঙ্গির নাম আকিব মুস্তাক ভাট। হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত ছিল সে। বর্তমানে দ্য রেজিস্ট্যান্স ফোর্সের সঙ্গে কাজ করত সে। সঞ্জয় শর্মা নামে কাশ্মীরি পণ্ডিতকে খুন করেছিল সে।

পাদগামপোরা গ্রামে বর্তমানে একমাত্র হিন্দু পরিবার ছিল সঞ্জয়ের।নিহত সঞ্জয়ের স্ত্রী ছাড়াও দুই কন্যা এবং এক পুত্রসন্তান রয়েছে। বড় মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে টার্গেট কিলিং শুরু হওয়ার পর থেকে ৭ জন পণ্ডিতকে খুন হলেন উপত্যকায়।

তথ্যসূত্র: India Today