Saturday, May 18, 2024
রাজ্য​

শ্যামাপ্রসাদের জন্যেই ভারতে আছে বাংলা, না হলে পাকিস্তানে চলে যেত: জেপি নাড্ডা

নয়াদিল্লি: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার ‘ভার্চুয়াল সভা’-র আয়োজন করেছিল বিজেপি। সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে শ্যামাপ্রসাদের স্বপ্নপূরণ হয়েছে। বিভক্ত দেশের অখণ্ডতার জন্য শ্যামাপ্রসাদ ব্যাপক লড়াই করেছিলেন।

জেপি নাড্ডা দাবি করেন, শ্যামাপ্রসাদ না থাকলে বাংলা পাকিস্তানে চলে যেত। তাঁর জন্যেই বাংলা ভারতে আছে। মুসলিম লিগের উদ্দেশ্য বুঝতে পেরেই তিনি পদত্যাগও করেছিলেন। নাড্ডার দাবি, শ্যামাপ্রসাদের আমলে বাংলার শিক্ষাব্যবস্থা এক নয়া উচ্চতায় পৌঁছেছিল। পাশাপাশি, স্বামী বিবেকানন্দ-সহ অন্যান্য মনীষীদের জন্য বাংলা সামনে থেকে দেশকে নেতৃত্ব দিয়েছেন বলেও জানান বিজেপি সভাপতি।

জেপি নাড্ডার দাবি, বর্তমানে সেই ছবিটা পালটে গিয়েছে। আজ বাংলার শিক্ষার অবস্থা দেখলে বিবেক দংশন হয়, দুঃখিতও হই। বাংলার শিক্ষা একেবারে মুখ থুবড়ে পড়েছে। নীচে পৌঁছে গিয়েছে। রাজনীতিকরণ হয়ে গিয়েছে। সবকিছুতে রাজনীতির রং লেগেছে। এটা বাংলার জন্য অত্যন্ত দুঃখের বিষয়। যে বাংলাকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শিক্ষায় উঁচুতে নিয়ে গিয়েছিলেন, যিনি ৩৩ বছরে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ হয়েছিলেন।

জেপি নাড্ডা বলেন, শ্যামাপ্রসাদের পথে হেঁটে আমার আবার বাংলার গর্ব ফিরিয়ে আনব। রাজ্যের রাজনৈতিক বিচক্ষণতার মান তুলে ধরব। রাজ্যের শিক্ষার হাল ফেরাব। তৃণমূলকে সরিয়ে বিজেপি সরকার গড়বে। নাড্ডা বলেন, কাটমানি শব্দটা আমি বাংলায় প্রথম শুনলাম। আগামীদিনে  কাটমানি খাওয়া নেতাদের সাইজ ছোটো করে দিতে হবে।