Sunday, May 19, 2024
দেশ

লাখ লাখ শিশুর প্রাণ বাঁচিয়েছে মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’

নয়াদিল্লি: ২০১৭ সালে এসে ভারতে শিশুমৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। দু’বছর আগে শিশুমৃত্যুর সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি তা এখন ২ লাখ কমে হয়েছে বছরে ৮ লাখ ২ হাজার জন। পাশাপাশি প্রতিকারযোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশু মৃত্যুর হার আগের চেয়ে কমছে। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট অনুযায়ী, পরিস্রুত পানীয় জল, পরিচ্ছন্ন শৌচালয় ব্যবহার ইত্যাদি নানা কারণে ডায়রিয়া সহ জলবাহিত নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে।

তবে কেন্দ্রের মোদী সরকারের স্বচ্ছ ভারত অভিযান চালু করার পরে ২০১৯ সালের মধ্যে ভারতকে খোলা শৌচালয় থেকে মুক্ত করার ডাক দেওয়া হয়েছে। ২০১৫ সালে যেখানে প্রতি হাজার জনে পাঁচ বছরের শিশুর মৃত্যুর হার ছিল ৪৩, তা এক বছরের মধ্যে ২০১৬ সালে নেমে এসেছে ৩৯ জনে। ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশজুড়ে স্বচ্ছ ভারত অভিযান চালু হয়। এরপর থেকে গ্রামীণ এলাকায় ৮ কোটি ৫২ লাখ শৌচালয় তৈরি হয়েছে। যার ফলে দেশের ৭১৮টি জেলার মধ্যে ৪৫৯টিকে খোলা শৌচ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। গ্রামীণ ভারত পরিচ্ছন্ন হওয়ায় রোগের প্রাদুর্ভাবের পরিমাণ কমেছে ও মানুষের স্বাস্থ্য উন্নত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে।

দেশের যে জেলাগুলিকে খোলা জায়গায় শৌচকর্ম মুক্ত বলে ঘোষণা করা হয়েছে সেই অঞ্চলে শিশুদের ডায়রিয়া সহ অন্য রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমে গিয়েছে। কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের ১০টি জেলায় সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট উঠে এসেছে। রাষ্ট্রপুঞ্জের পেশ করা স্বচ্ছতা সম্পর্কিত এই রিপোর্টে বলা হয়েছে, শৌচ মুক্ত জেলাগুলিতে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা ৯.৩ শতাংশ। যেখানে অরক্ষিত অঞ্চলে তা অন্তত ১৩.৯ শতাংশ বলে রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে দাবি করেছে। ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম কর্ণাটকে, আর সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে বলে রিপোর্টে বলা হয়েছে।