Tuesday, May 21, 2024
রাজ্য​

পঞ্চায়েত ভোটের রণনীতি প্রস্তুত করতে দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৮ জুলাই বাংলায় পঞ্চায়েত ভোট। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর দিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এ বিষয়ে টুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলাম। নানা ব্যস্ততার মধ্যে তিনি আমাকে সময় দিয়েছেন। সেজন্য তাঁকে ধন্যবাদ।’

পঞ্চায়েত ভোটের আগে কি বিষয়ে কথা হলো তাঁদের মধ্যে?

মনে করা হচ্ছে, পঞ্চায়েত ভোটে লড়াইয়ের রণকৌশল নিয়ে তিনি আলোচনা করতেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু। রাজ্য চাইছে পশ্চিমবঙ্গ পুলিশ দিয়েই নির্বাচন করানো হোক। রাজ্য নির্বাচন কমিশনও তাদের অবস্থান এখনও স্পষ্ট করেনি।

এদিকে, আদালত জানিয়েছে, পুলিশ না কেন্দ্রীয় বাহিনী, কাদের দিয়ে ভোট করানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবি জানিয়েছেন শুভেন্দু। এছাড়া কোনও সর্বদল বৈঠক ছাড়াই পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা।