Sunday, April 28, 2024
দেশ

‘প্রতিটি নিঃশ্বাসে তোমায় মিস করি মা’

নয়াদিল্লি: প্রতিটি নিঃশ্বাসে তোমার অভাব অনুভব করি৷ এভাবেই বিশ্ব মা দিবসে প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে স্মরণ করলেন তাঁর মেয়ে বাঁসুরি স্বরাজ৷ গত বছরের আগস্টে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সুষমা স্বরাজ৷ মা দিবসে মায়ের উদ্দেশে আবেগঘন পোস্ট করলেন সুষমা কন্যা৷

রবিবার প্রয়াত মায়ের উদ্দেশ্যে বাঁসুরি লিখেছেন, শুভ মাতৃ দিবস। প্রতিটি নিঃশ্বাসে আমি তোমায় মিস করি মা৷ ২০১৪ সালের ২৬ মে থেকে ২০১৯ সালের মে পর্যন্ত টানা ৫ বছর বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন সুষমা। শেষ দিকে শারীরিক অসুস্থতার কারণে নিজেকে গুটিয়ে নেন৷ দ্বিতীয় বার মোদী সরকার ক্ষমতায় এলেও তার অংশ হতে পারেননি সুষমা৷ তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হন এস জয়শঙ্কর৷


সুষমা স্বরাজই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী। এর আগে ইন্দিরা গাঁন্ধী প্রধানমন্ত্রী থাকার সময় অতিরিক্ত দায়িত্ব হিসাবে বিদেশমন্ত্রক সামলাতেন। বিদেশমন্ত্রী পদে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুষমা৷ ৭ বারের সাংসদ সুষমা স্বরাজ ডান -বাম সব দলের সঙ্গেই সুসম্পর্ক ছিল।

প্রবাসী ভারতীয়দের কাছে তিনি হয়ে উঠেছিলেন মোদী সরকারের মুখ৷ বিদেশে কেউ সমস্যায় পড়লেই সরাসরি সুষমার সাহায্য চাইতেন৷ প্রায় প্রতিটি ক্ষেত্রেই সাধ্যমতো সাহায্য করতেন সুষমা৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল পাকিস্তানেও৷ সুষমা স্বরাজের অভাব আজও ভারতীয় রাজনীতিতে ভীষণভাবে অনুভূত হয়৷